Ultratech Chemicals Limited

মাস্টার পলিকন : (ওয়াটার রিডিউসিং ও প্রুফিং এ্যাডমিক্সার)

মাস্টার পলিকন হচ্ছে Water Reducing and water proofing কংক্রিট এ্যাডমিক্সার। এটি সাদা বর্ণের এবং পানিতে দ্রবণীয় তরল কেমিক্যাল। ক্লোরাইড ও সালফার থেকে কংক্রিটকে সুরক্ষা করে। এটি ব্যবহারে অধিক Vibration দ্বারা সৃষ্ট সম্ভাব্য Segregation রোধ করে compact water proofing Concrete তৈরি করনে সহায়তা করে। এটি সিমেন্ট পানির অনুপাত কমিয়ে দেয়।

কার্যক্ষমতা :

০১. পানিবাহী ও পানি প্রতিরোধী হিসেবে কার্যকারী ভূমিকা পালন করে।

০২. কংক্রিটের উচ্চ কার্যক্ষমতা বৃদ্ধি করে।

০৩. অধিক কম্পন দ্বারা সৃষ্টি কংক্রিটের আলাদাকরন থেকে রক্ষা করে।

০৪. পানির ভিতরে ঢালাইয়ের ক্ষেত্রে কোন সেগ্রিগেশন হয় না।

০৫. এটি দাহ্য নহে।

০৬. পরিবেশ বান্ধব ও মানব দেহের কোন ক্ষতি করে না।

ব্যবহারের ক্ষেত্রসমুহ :

বেজমেন্ট ফ্লোর, দেওয়াল, পানির ট্যাংকি, প্লাস্টার মর্টার, ছাদের ঢালাই, ড্যাম্প প্রুফিং কাজ, সংস্কার কাজ, সুইমিং পুল, ETP & WTP ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যায়।

ব্যবহারের মাত্রা :

প্রতিব্যাগ সিমেন্টের সাথে ২০০ মিঃলিঃ ৪০০ মিঃলিঃ ব্যবহার করতে হবে।


প্লাস্টো সুপার কিং : (সুপার প্লাস্টিসাইজার এ্যাডমিক্সার)

প্লাস্টো সুপার কিং হচ্ছে সাদা বর্ণের এবং পানিতে দ্রবণীয় তরল কেমিক্যাল। ইহা একটি পলি-কার্বোক্সিলিক ভিত্তিক প্লাস্টিসাইজার এ্যাডমিক্সার। ইহা ব্যবহারে কংক্রিটের সিমেন্ট পানির অনুপাত কমিয়ে দেয়। কংক্রিটের শক্তি বৃদ্ধি করে। Early strength gain করে। এটি ক্ষয়রোধক হিসেবে Corrosive Element থেকে Concrete কে সুরক্ষা করে। অতিরিক্ত Vibration এ Segregation বা Bleeding হয় না, Concrete এর Auto Curing হিসেবে কাজ করে।

কার্যক্ষমতা :

০১. কংক্রিটের উচ্চ কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং কংক্রিটের দীর্ঘস্থায়িত্বে সহায়তা করে।

০২. কংক্রিটের ক্ষয় রোধ করে ও গ্রাউন্ডের জয়েন্ট এ মনোলিথিক বন্ডিং তৈরি করে।

০৩. কংক্রিটের তাপ জনিত ফাটল রোধ করে।

০৪. সিমেন্ট পানির অনুপাত কমিয়ে দেয়।

০৫. অতিরিক্ত Vibration এ Concrete কে আলাদাকরন থেকে রক্ষা করে।

ব্যবহারের ক্ষেত্রসমুহ :

পাইলিং ব্রিজ, বেজমেন্ট ফ্লোর, দেওয়াল, ছাদ, কলাম, বীম, পানির ট্যাংকি ও ফেয়ার ফেস কংক্রিট ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যায়।

ব্যবহারের মাত্রা :

প্রতিব্যাগ সিমেন্টের সাথে ২০০ মিঃলিঃ ৪০০ মিঃলিঃ ব্যবহার করতে হবে।


মাস্টার হাইড্রোসীল : (তরল ফেল্ট ও বন্ডিং এজেন্ট)

এই ফেল্ট Concrete এর Void Porosity বন্ধ সহ কমপক্ষে ১.৫ মিঃলিঃ Monolithic Felt তৈরি করে নির্মাণ সামগ্রীর সঙ্গে স্থায়ী ভাবে বন্ডিং করে এবং ড্যাম্প ও পানি প্রতিরোধ করে। মাস্টার হাইড্রোসীল একটি Liquid Felt যা কংক্রিট ও ইটের উপরিতলে ব্যবহার করা হয়। এটি ব্যবহারে কংক্রিট ও ইটের সুক্ষ সুক্ষ Void গুলো Fill করে Felt করে দেয়, যার ফলে এটি ফলপ্রসু ভাবে ড্যাম্প প্রতিরোধক হিসেবে কাজ করে। কংক্রিটের সিমেন্টের সাথে মিশে Cement-Gum ও মনোলিথিক বন্ধন তৈরি করে। নোনা কার্বনেশন প্রক্রিয়া, ক্লোরাইড সালফার ও কোন পোকা মাকড় এই ফেল্টকে নষ্ট করতে পারে না, এই ফেল্ট অর্থ, সময় ও শ্রম সাশ্রয়ী করে ও অতি সহজ ব্যবহার যোগ্য।

ব্যবহারের ক্ষেত্রসমুহ :

গার্ডেন ট্রিট্মেন্ট, মেঝে, ডিপিসি, বেইজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যায়।


এক্সপার্ট এন্টি সল্ট : (নোনা রোধক এ্যাডমিক্সার)

এক্সপার্ট এন্টিসল্ট একটি নোনা প্রতিরোধক এ্যাডমিক্সার। একটি বাড়ির জন্য নোনা মারাত্মক ক্ষতিকারক উপাদান। তাই এক্সপার্ট এন্টিসল্ট নোনাকে প্রতিরোধ করার জন্য কার্যকর ভূমিকা পালন করে এবং বিল্ডিং ক্যা সুরক্ষা করে। এটি ব্যবহারের ফলে Carbonation প্রক্রিয়া চিরস্থায়ী ভাবে বন্ধ করা যায়। যার ফলে ইটের তৈরি দেওয়াল Plaster Surface, Concrete Surface লবণমুক্ত করে বিল্ডিংকে দীর্ঘস্থায়ী করে। এটি Partial Auto Curing হিসেবে কাজ করে, যার ফলে Plaster এর Hair Crack Reduce করা সম্ভব।

কার্যক্ষমতা :

০১. লবনাক্ততা রোধক ও ড্যাম্প রোধক হিসেবে কাজ করে।

০২. পানি প্রতিরোধী হিসেবে কাজ করে।

০৩. দেয়াল ক্ষয় রোধ করে ও গ্রাউন্ডের জয়েন্ট এ মনোলিথিক বন্ধন তৈরি করে।

০৪. দেওয়ালে যে কোন প্রকার ক্রাক আসতে প্রতিবন্ধকতার কাজ করে।

০৫. বায়ুতে অবস্থিত পানি (H20), ক্লোরাইড (Cl2), কার্বন মনো অক্সাইড (CO), কার্বন ডাই অক্সাইড (CO2), সালফার ডাই অক্সাইড (SO2) ইত্যাদি দ্বারা গঠিত এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব হতে কংক্রিটকে রক্ষা করে।

ব্যবহারের ক্ষেত্রসমুহ :

প্লাস্টার মর্টার, সমুদ্রতীরবর্তী স্থাপনার কংক্রিট ঢালাই এবং সিমেন্ট গ্রাউটের সাথে ব্যবহার করা যায়।

ব্যবহারের মাত্রা :

প্রতিব্যাগ সিমেন্টে মর্টার এবং কংক্রিট ঢালাই এর সাথে ২০০ মিঃলিঃ ৪০০ মিঃলিঃ ব্যবহার করতে হবে। গ্রাউটিং (1 ltr. Expert Anti Salt + 2 ltr. Water + 2 kg. Cement)


মেগা সুপার মিক্স : (তাপ ও ড্যাম্প নিরোধক জলছাদ)

মেগা সুপার মিক্স হচ্ছে তাপ ও ড্যাম্প নিরোধক একটি তরল কেমিক্যাল। এটি সিমেন্টের এ্যালুমিনার সাথে বিক্রিয়া করে এ্যালুমিনিয়াম মেটা ফসফেট তৈরি করে যা ছাদকে স্থায়ীভাবে তাপ নিরোধক সহ ড্যাম্প্ও ওয়াটার প্রুফিং করে। এটি ছাদে ব্যবহারের ফলে তাপ অন্তরক এবং ড্যাম্প প্রতিরোধক হিসেবে কাজ করে। কংক্রিটে ব্যবহারের ফলে কংক্রিটে মাত্রাতিরিক্ত তাপ শোষনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়াও কংক্রিটকে এসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব থেকে সুরক্ষা করে। অধিকত্তু এটি ব্যবহারের ফলে চুন-সুরকীর জলছাদ তৈরি করতে হয় না।

কার্যক্ষমতা :

০১. মেগা সুপার মিক্স তাপ ও ড্যাম্প নিরোধক জলছাদ তৈরিতে সহায়তা করে।

০২. প্রচন্ড রৌদ্র তাপে মূল ছাদকে ফেটে যাওয়া থেকে সুরক্ষিত রাখে।

০৩. ছাদকে ড্যাম্প ও ওয়াটার প্রুফিং করে।

০৪. বাড়ির ছাদের উপর বৃষ্টির পানি জমা হলে পানি চুইয়ে ছাদের রডকে মরিচা ধরা থেকে রক্ষা করে।

ব্যবহারের ক্ষেত্রসমুহ :

ছাদের RCC ও Top Floor এর উপরে CC ঢালাইয়ের সাথে ব্যবহার করা যায়।

ব্যবহারের মাত্রা :

পপ্রতিব্যাগ সিমেন্টের সাথে মেগা সুপার মিক্স ৪০০-৫০০ মিঃলিঃ ব্যবহার করতে হবে।


ইনসেকট পেষ্টিসাইটস : (পোকা-মাকড় নিধন)

এটি তরল প্রকৃতির পোকা-মাকড় বিনাশকারী কেমিক্যাল। মাটিতে বসবাসকারী পোকা-মাকড় যেমন : উইপোকা, তেলাপোকা, পিঁপড়া ও অন্যান্য বিষাক্ত পোকা-মাকড় ধ্বংসকারী হিসেবে দীর্ঘমেয়াদী কাজ করে। এছাড়াও রোগ জীবাণু ও ছত্রাকের বৃদ্ধি রোধ ও বিনাশ করে।

কার্যক্ষমতা :

০১. মাটিতে বসবাসকারী বিষাক্ত পোকা-মাকড় ধ্বংস করার জন্য গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে।

ব্যবহারের ক্ষেত্রসমুহ :

বসতবাড়ি, অফিস আদালতে ও কল-কারখানা ইত্তাদির ক্ষেত্রে ব্যবহার্য।


মনো মাস্টার গার্ড : (ফাটল ও ছিদ্র মেরামতকারী পাওডার)

এটি সাধারনত পোর্টল্যান্ড সিমেন্টের মত ধূসর বর্নের পাউডার জাতীয় বিশেষ এ্যালয়। যা ফিউজিং ও পলিমারাইজেশন পদ্ধতিতে কাজ করে। এটি যে কোন ধরনের ফাটল বন্ধ করে নির্মাণের স্থায়িত্ব আনতে সহায়তা করে।

কার্যক্ষমতা :

০১. লিকেজ, ফাটল ও গর্ত মেরামতে কার্যকারী ভূমিকা রাখে।

০২. পানির ট্যাংকি লিকেজ, বেইজমেন্ট লিকেজ, সুইমিং পুল লিকেজে পানির উচ্চ চাপে প্রবাহ মাত্র ১ মিনিটের মধ্যে পানির প্রবাহ বা লিকেজ বন্ধ করে দেয়।

ব্যবহারের ক্ষেত্রসমুহ :

বেইজমেন্ট, পানির ট্যাংক, ছাদ, দেওয়ালসহ কংক্রিটের বিভিন্ন স্থানের গর্ত এবং ছিদ্র সমুহে ব্যবহার করা যায়।


রয়েল রাস্ট ক্লীনার : (রডের মরিচা রোধক)

এটি সাধারনত রডের মরিচারোধে কার্যকারী ভূমিকা পালন করে। এটি কালো বর্ণের তরল কেমিক্যাল। রড বা লোহা পানির সংস্পর্শে আসলে এবং দীর্ঘদিন যাবৎ বাতাসের সংস্পর্শে থাকলে রডের মরিচা ধরে। তাই রডের মরিচার স্থায়ী সমাধানের জন্য রয়েল রাস্ট ক্লীনার যা ৯৯% পর্যন্ত কার্যকরী।

ব্যবহারের ক্ষেত্রসমুহ :

যে কোন বিল্ডিং এর সুপার Structure এর রডের মরিচা রোধ করার জন্য ব্যবহার করা যায়।